২২ বছরের মধ্যে প্রথমবারের মতো ফ্রেঞ্চ কাপ জয় করল নঁতে। শনিবার স্তাদে ডি ফ্রান্সে অনুষ্ঠিত ফাইনালে তারা ১-০ গোলে হারিয়েছে নিসকে। ম্যাচের ৪৭ মিনিটে পেনাল্টি থেকে নঁতের হয়ে জয়সুচক একমাত্র গোলটি করেছেন লুডোভিক ব্লাস। ২০০১ সালে লিগ ওয়ানের শিরোপা জয়ের পর এটি তাদের বড় কোন শিরোপা।
নঁতের কোচ আতোয়ান কম্বোয়ার বলেন,‘ আমি স্বপ্নেও ভাবিনি যে আমি নতেঁর প্রশিক্ষন দেব এবং শিরোপা জয় করব।’ প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) দায়িত্ব কাতারি মালিকানায় যাবার পর প্রথম ক্লাবটির কোচের দায়িত্ব থেকে বরখাস্ত হয়েছিলেন তিনি।
কম্বোয়ার বলেন,‘ আমরা কোথাও ছিলাম না। আমরা গত বছর লিগ -২ শেষ করতাম। এখন আমরা ইউরোপা লিগ ও চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাচ্ছি। এটি বিশ্বাস করা কঠিন। এটি অবিশ্বাস্য এবং প্রায় অলৌকিক ঘটনা মনে হচ্ছে। ’
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply