
কালের খবরঃ
গোপালগঞ্জে শুরু হয়েছে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট–২০২৫। তারুণ্যের উৎসব–২০২৫ উপলক্ষে এ ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস যৌথভাবে এ টুর্নামেন্টের আয়োজন করে।
আজ বুধবার (১০ ডিসেম্বর) বিকালে গোপালগঞ্জ জেলা স্টেডিয়ামে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ আরিফ–উজ–জামান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস. এম. তারেক সুলতান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অনিরুদ্ধ দেব রায়, জেলা যুব উন্নয়ন অফিসের সহকারী পরিচালক সাজেদুল হক, জেলা ক্রীড়া অফিসার মোঃ শাহীন সুলতান রাজাসহ অন্যান্য কর্মকর্তারা।
উদ্বোধনী ম্যাচে কাজী জহিরুল হক কলেজ ১–০ গোলে কোটালীপাড়া সরকারি আদর্শ কলেজকে পরাজিত করে। এ টুর্নামেন্টে জেলার দশটি কলেজ অংশ নিচ্ছে। আগামী ১২ ডিসেম্বর, শুক্রবার টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
Design & Developed By: JM IT SOLUTION