
কালের খবরঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গওহরডাঙ্গা মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লামা শামসুল হক ফরিদপুরী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রমহানের কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারনা শুরু করেছেন গোপালগঞ্জ-০২ আসনের ঘোড়া প্রতীকের স্বতন্ত্রপ্রার্থী সিপন ভুইয়া।আজ রবিবার দুপুরে নির্বাচনী প্রচারণার প্রথম দিনে কর্মী সমর্থকদের সাথে নিয়ে প্রথমে আল্লামা শামসুল হক ফরিদপুরী ও পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত জিয়ারত করেন। এসময় বঙ্গবন্ধুর সমাধি সৌধের ৩নং গেট দিয়ে ভিতরে ঢুকে কবর জিয়ারত করতে চাইলেও পুলিশের বাঁধার মুখে গেটের পাশে দাঁড়িয়ে কবর জিয়ারত করেন তিনি। পরে তিনি নির্বাচনী প্রচারণার অংশ হিসোবে নির্বাচনী এলাকায় প্রচার প্রচারণা শুরু করেন।এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, আল্লামা শামসুল হক ফরিদপুরী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রমহানের কবর জিয়ারত করে নির্বাচনী প্রচারনা শুরু করলাম। আশা করি ভোটারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। আমি এলাকার উন্নয়নের কাজ করতে চাই।
Design & Developed By: JM IT SOLUTION