কালের খবরঃ
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, গোপালগঞ্জ জেলা সংসদ-এর আয়োজনে ৩দিন ব্যাপী “গণসংগীত কর্মশালা” অনুষ্ঠিত হবে। শনিবার ১৮ মার্চ থেকে সোমবার ২০ মার্চ পর্যন্ত এই কর্মশালা চলবে। গোপালগঞ্জ শহরের মোহাম্মদপাড়ায় সোনালী স্বপ্ন একাডেমিতে এই কর্মশালায় প্রশিক্ষন দেবেন ভারতের পশ্চিম বঙ্গের প্রখ্যাত সংগীত শিল্পী কংকন ভট্টাচার্য ,মন্দিরা ভট্টাচার্য এবং রঞ্জিনী ভট্টাচার্য।গোপালগঞ্জ জেলা উদীচীর সভাপতি নাজমুল ইসলাম জানান, কর্মশালা শেষে ২০ মার্চ সন্ধ্যা ৬টায় স্থানীয় শেখ ফজলুল হক মনি স্মৃতি মিলনায়তনে এক সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানে ভারতের গুনী এই তিন শিল্পীসহ গোপালগঞ্জ উদীচীর শিল্পীবৃন্দ সংগীত পরিবেশন করেবেন।এই সংগীত সন্ধ্যায় গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম প্রধান অতিথি ও জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply