কোটালীপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়া পৌরসভা নির্বাচনে ২নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোঃ হাইউল নিজামী তার ওয়ার্ডের বিভিন্ন জনবহুল এলাকায় গণসংযোগ করেছেন।শনিবার (৪ মার্চ) মোঃ হাইউল নিজামী ২নং ওয়ার্ডের ডহরপাড়া, মদনপাড়া, বালিয়াভাঙ্গা, হাজরাবাড়ি, মুন্সিবাড়ি, সরদারবাড়িসহ বিভিন্ন এলাকা ঘুরে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে পানির বোতল মার্কায় ভোট প্রার্থনা করেন। এ সময় বিপুল সংখ্যক কর্মী-সমর্থক তার সাথে ছিলেন।
কাউন্সিলর প্রার্থী মোঃ হাইউল নিজামী বলেন, আমি নির্বাচিত হতে পারলে ২নং ওয়ার্ডের ভোটারদের যোগাযোগ, ড্রেনের সুবিধা, পানি সরবরাহসহ সকল প্রকার সুযোগ সুবিধার মাধ্যমে একটি স্মার্ট ওয়ার্ড গঠন করবো। এছাড়া মাদক নির্মূল ও বাল্য বিয়ে প্রতিরোধে কাজ করবো।
উল্লেখ্য, আগামী ২০মার্চ কোটালীপাড়া পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে এ পৌরসভার মেয়র পদে নৌকা প্রতীক নিয়ে মতিয়ার রহমান হাজরা বিনাপ্রতিদ্বদ্বিতায় নির্বাচিত হয়েছেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply