কালের খবরঃ
শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমসে গোপালগঞ্জের অনুর্ধ-১৭ বালক ও বালিকা কাবাডি দল চ্যাম্পিয়ান হয়েছে।এ উপলক্ষে মঙ্গলবার (২১ ফেব্রুয়ারী)জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে খেলোয়ারদের সংবর্ধনা প্রদান করা হয়।জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি কাজী মাহবুবুল আলম।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী পরিচালক(ডিডিএলজি)আজহারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)শেখ জোবায়ের আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি)মোঃ গোলাম কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোসাঃ নাজমুন্নাহার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহসীন উদ্দীন, কাবাডি উপকমিটির আহবায়ক জাহাঙ্গীর কবির, সদস্য সচিব মিরাজুল ইসলাম এবং হ্যান্ডবল উপকমিটির আহবায়ক মোঃ নজরুল ইসলাম নান্টু উপস্থিত ছিলেন। পরে নারী ও পুরুষ দলের খেলোয়ারদের মাঝে ট্রাকসুট উপহার দেন জেলা প্রশাসক।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply