কালের খবরঃ
নানান আয়োজনের মধ্য দিয়ে গোপালগঞ্জে জেলা শিল্পকলা একাডেমি বসন্তকে বরণ করেছে। মঙ্গলবার(১৪ ফেব্রুয়ারি) বিকেলে জেলা শিল্পকলা একাডেমি ভবনের সামনে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।অনুষ্ঠানের প্রথমে দলীয় গানের মাধ্যমে বসন্ত উৎসব শুরু হয়। পরে অনুষ্ঠিত হয় নৃত্য, আবৃত্তি ও একক সংগীত। শিল্পকলা একাডেমির বিভিন্ন স্থরের শিল্পীবৃন্দের পরিবেশনায় অনুষ্ঠান স্থল আনন্দ মুখর হয়ে ওঠে।
এসময় জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক খন্দকার এহিয়া খালেদ সাদী, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) মোঃ গোলাম কবির, অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) মোসাঃ নাজমুন নাহারসহ জেলা প্রশাসনের বিভিন্ন স্থরের কর্মকর্তাবৃন্দ।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply