কালের খবরঃ
গোপালগঞ্জে নতুন যোগদানকৃত জেলা কালচারাল অফিসার ফারহান কবীর সিফাত গোপালগঞ্জে কর্মরত বিভিন্ন গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় ও পরিচিতি সভা করেছেন। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারী) বেলা সাড়ে ১১টায় শেখ ফজলুল হক মনি স্মৃতি মিলনায়তনের কনফারেন্স রুমে এই সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাক পত্রিকার গোপালগঞ্জ প্রতিনিধি খোন্দকার এহিয়া খালেদ সাদী।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যমুনা টেলিভিশনের স্টাফ রির্পোটার সিনিয়র সাংবাদিক মোজাম্মেল হোসেন মুন্না, সংবাদের জেলা প্রতিনিধি কবি রবীন্দ্রনাথ অধিকারী,গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি ও এনটিভির স্টাফ রির্পোটার মাহবুব হোসেন সারমাত, সাধারণ সম্পাদক ও দৈনিক কালের কন্ঠের জেলা প্রতিনিধি প্রসূন মন্ডল,দৈনিক যুগান্তরের গোপালগঞ্জ প্রতিনিধি এসএম হুমায়ূন কবীর, বৈশাখী টেলিভিশনের গোপালগঞ্জ প্রতিনিধি শেখ মোস্তফা জামান,এটিএন বাংলার চৌধুরী হাসান মাহামুদ,এশিয়ান এইজ পত্রিকার মিজানুর রহমান মানিক, প্রথম আলোর গোপালগঞ্জ প্রতিনিধি নতুন শেখ, বাংলাদেশ টেলিভিশনের গোপালগঞ্জ প্রতিনিধি সঞ্জয় বিশ্বাস প্রমূখ ।
বক্তরা গোপালগঞ্জের শিল্প-সাংস্কৃতির অঙ্গনকে সমৃদ্ধশালী ও বেগবান করতে সচ্ছতার ভিত্তিত্বে প্রত্যন্ত অঞ্চলের গুনী শিল্পীদের খুঁজে বের করে তাদের জাতীয় পর্যায়ে পারদর্শী করে গড়ে তোলার আহবান জানান।
জেলা কালচারাল অফিসার ফারহান কবীর সিফাত তার বক্তব্যে বলেন,জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মধন্য গোপালগঞ্জ জেলাকে সংস্কৃতির উন্নয়ন এবং সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও প্রসারের মাধ্যমে সকল মানুষকে শিল্প-সংস্কৃতি ও সৃজনশীল হিসেবে গড়ে তুলতে আমি নিরন্তর কাজ করে যাব।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply