কালের খবরঃ
স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্টে বসুন্ধরা কিংস ৩-০ গোলে আজমপুর ফুটবল ক্লাব উত্তরাকে পরাজিত করেছে। বসুন্ধরা কিংসের পক্ষে ৯ নম্বর জার্সিধারী ব্রাজিলিয়ান ফোরোয়ার্ড গোমেজ দলের পক্ষে দুই গোল এবং ২০ নম্বর জার্সিধারী রাকিব হোসেন এক গোল করেন।
শুক্রবার (১৮ নভেম্বর) দুপুর ২ টায় গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে এই খেলা অনুষ্ঠিত হয়।
খেলার শুরু থেকে বসুন্ধরা কিংস মুহুমুহু আক্রমণ করে প্রতিপক্ষ আজমপুর ফুটবল ক্লাব উত্তরা রক্ষণাভাগ ভেঙ্গে তছনছ করে দেয়। কিন্তু আজমপুর ফুটবল ক্লাব উত্তরার গোলরক্ষক মো. রাজিবের একক নৈপুন্যে গোলের ব্যবধান বাড়াতে ব্যর্থ হয় বসুন্ধরা কিংস।
খেলার ৪ মিনিটে বসুন্ধরা কিংসের ৯ নম্বর জার্সিধারী গোমেজ গোলরক্ষকের একা পেয়েও সহজ গোলের সুযোগ নষ্ট করেন। খেলার ১২ মিনিটে রবসনের ক্রস থেকে ২০ নম্বর জার্সিধারী রাকিব হোসেন গোল করে দলকে ১-০ গোলে এগিয়ে দেন। খেলার ২৫ মিনিটে বরসনের ক্রস থেকে ২০ নম্বর জার্সিধারী রাকিব হোসেন গোলপোস্টে জোরালো শর্ট আজমপুর ফুটবল ক্লাবের গোলরক্ষক মো. রাজিব ঝাঁপিয়ে পড়ে প্রতিহত করেন। খেলার ২৯ মিনিটের সময় আবার আজমপুর ফুটবল ক্লাবের গোলরক্ষক মো. রাজিব ঝাঁপিয়ে পড়ে ৯ নম্বর জার্সিধারী গোমেজ ও পরে ফিরতি বলে ১০ নম্বর জার্সিধারী রবসন শর্ট ঠেকিয়ে দেন। খেলার ৩৬ মিনিটে আজমপুর ফুটবল ক্লাবের ১৮ নম্বর জার্সিধারী জায়েদ আহমেদের তীব্র শর্ট বসুন্ধরা কিংসের গোলরক্ষক হামিদুর রহমান রেমন ঝাঁপিয়ে পড়ে রক্ষা করেন।
খেলার ৫৩ মিনিটে বসুন্ধরা কিংসের ৯ নম্বর জার্সিধারী গোমেজ প্রতিপক্ষের গোলরক্ষককে একা পেয়েও গোল করার সহজ সুযোগ নষ্ট করেন। খেলার ৫৫ মিনিটে বসুন্ধরা কিংসের ৭৭ নম্বর জার্সিধারী আশরর গাফুরভকে ডিবক্সের মধ্যে প্রতিপক্ষের খেলোয়াড়রা বাঁধা দিলে পেনান্টি কিক পায় কিংস। পেনান্টি থেকে ৯ নম্বর জার্সিধারী গোমেজ গোল করে দলকে ২-০ গোলে এগিয়ে দেন। খেলায় ৬২ মিনিটে কিংসের ১০ নম্বর জার্সিধারী রবসন প্রতিপক্ষের গোলরক্ষক একা পেয়েও গোল করতে ব্যর্থ হন। খেলার ৬৫ মিনিটে আবারও গোল করার সহজ সুযোগ নষ্ট করেন কিংসের ১০ নম্বর জার্সিধারী রবসন। খেলার ৮৬ মিনিটে দ্বিতীয় বার আক্রমন করে আজমপুর ফুটবল ক্লাব। অতিরিক্ত সময়ে কিংসের ৯ নম্বর জার্সিধারী নিজের দ্বিতীয় গোল করে দলকে ৩-০ গোলে জয় এনে দেন।
খেলার অধিকাংশ সময় জুড়ে আজমপুর ফুটবল ক্লাবের সীমানায় বল থাকলেও গোল মিসের মহড়া দেয় বসুন্ধরা কিংস।কিংসের আক্রমনের পর আক্রমণে অনেক অসহায় দেখা গেছে আজমপুর ফুটবল ক্লাবকে। গোল মিসের মহড়া ঠেকাতে পারলে কিংস আরো বড় ব্যবধান জয় নিয়ে মাঠ ছাড়তে পারতো।
বাফুফের সহসভাপতি এবং বসুন্ধরা গ্রুপের ডিএমডি ও বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসানসহ বসুন্ধরা কিংসের কর্মকর্তারা মাঠে বসে খেলা উপভোগ করেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply