কালের খবরঃ
বিএসটিআই-এর নব নিযুক্ত মহাপরিচালক (গ্রেড-০১) মোঃ আব্দুস সত্তার বলেছেন, বিএসটিআই-এর লোগা থাকার পরেও নিম্মমানের ও স্বাস্থ্যহানীকর পণ্য বাজারে পাওয়া যায়। বিএসটিআই-এর লাইসেন্স গ্রহনকারী যে সকল প্রতিষ্ঠান আছে তাদের লাইসেন্স দেবার আগেই এবং প্রতি বছর সেসব প্রতিষ্ঠানগুলো আমরা পরিদর্শন করি। কিন্তু কোন কোন প্রতিষ্ঠান লাইসেন্স গ্রহন না করেও বিএসটিআই-এর লোগো ব্যবহার করে থাকে। এজন্য সারা দেশেই আমরা মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে জরিমানা করে আসছি। এই কার্যক্রম অব্যাহত থাকবে।
সোমবার (৩১ অক্টোবর) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বিএসটিআই-এর এ সকল তৎপরাতায় এখন দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ এখন সচেতন হয়েছে। এখন আমরা কিউআর কোড করে দিয়েছি যাতে সাধারন মানুষ মোবাইল ফোনের মাধ্যমে পণ্যের মান যাচাই করতে পরেন।
এর আগে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।
এসময় টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল মামুন, টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল সহ প্রশাসনের উচ্চ পদন্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply