কালের খবরঃ
আনন্দ শোভাযাত্রাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে গোপালগঞ্জে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
শনিবার (২৯ অক্টোবর) সকাল ১০টায় সংগঠনের জেলা কার্যালয়ের সামনে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলনের মধ্যদিয়ে অনুষ্ঠানের শুভ সুচনা করা হয়। প্রধান অতিথি হিসেবে বীর মুক্তিযোদ্ধা ও জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এ্যাডভোকেট মুন্সি আতিয়ার রহমান জাতীয় পতাকা ও সংগঠনের সভাপতি মোঃ নাজমুল ইসলাম দলীয় পতাকা উত্তোলন করেন। এসময় উদীচীর শিল্পীরা জাতীয় ও উদীচীয় সংগীত পরিবেশন করেন।
পরে সকাল সাড়ে ১০ টায় দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌরসভার উন্মুক্ত মঞ্চে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় সংগঠনের সাধারন সম্পাদক আনিচুর রহমান রাজু, সহ-সভাপতি মোজ্জাম্মেল হোসেন মুন্না, প্রসূন মন্ডল, টুঙ্গিপাড়া শাখার আহবায়ক কবিতা হক, রঘুনাথপুর শাখার সভাপতি নিভারানী বিশ্বাস. বশেমুরবিপ্রবি শাখার সভাপতি পিউলী মৃধাসহ উদীচী শিল্পী গোষ্ঠীর শিল্পীরা উপস্থিত ছিলেন।বিকেলে পৌরসভার উন্মুক্ত মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক পরিবেশিত হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান উদীচীর নেতৃবৃন্দ।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply