কালের খবরঃ
‘বিশ্ব নদী দিবস’ উপলক্ষে ভিন্ন আয়োজনের মধ্য দিয়ে গোপালগঞ্জে নদী দিবস পালন করা হয়েছে।নানান সাজে সজ্জিত ইঞ্জিন চালিত নৌকা নিয়ে আয়োজন করা হয় নৌকা র্যালী।জেলা প্রশাসনের উদ্যোগে এই নৌ র্যালী অনুষ্ঠিত হয়।
‘আমাদের জনজীবনে নৌপথ-এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবং জনজীবনে নৌপথের সম্পৃক্ততা বাড়াতেই এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়।
বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে রোববার (২৫ সেপ্টেম্বর) বিকালে গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে নৌ-র্যালী অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক শাহিদা সুলতানার নেতৃত্বে র্যালীটি মাদারীপুর বিল রুট চ্যানেলের গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী হতে যাত্রা শুরু করে। প্রায় ১০ কিলোমিটার নদীপথ অতিক্রম করে শহরতলীর হরিদাসপুর ঘাটে এসে শেষ হয়।
র্যালীতে গোপালগঞ্জের বিভিন্ন দপ্তরের উর্দ্ধতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্কুলের কলেজের ছাত্র-ছাত্রী এবং বিভিন্ন গ্রামের নানান শ্রেনী পেশার মানুষ অংশ নেন।এ সময় নদীর দুই পাড়ের উৎসুক জনতা দাড়িয়ে নৌ র্যালী উপভোগ করেন।
জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেন,বাংলাদেশ নদী মাতৃক দেশ্। কিন্তু বাংলাদেশ নদী মাতৃক দেশ হলেও দিন দিন বাংলাদেশ তাঁর নদীর্ ঐতিহ্য হারাচ্ছে। নদী সম্পদ রক্ষা করতে হলে আমাদের নদীকে রক্ষা করা উচিৎ। তাই নদী রক্ষার্থে এ দেশের মানুষদেরকেই সচেতন হতে হবে। তাহলেই নদী রক্ষা হবে। রক্ষা পাবে নদী মাতৃকার ঐতিহ্য।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply