কালের খবরঃ
গোপালগঞ্জের কোটালীপাড়ায় স্ত্রী শান্ত মধুকে হত্যার দায়ে স্বামী শ্যাম প্রসাদ মধু ওরফে শিমুল মধু ওরফে মিঠুনকে যাবজ্জীবন কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত।বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে গোপালগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ আব্বাস উদ্দীন এ রায় প্রদান করেন।
মামলার বিবরণে জানাগেছে, বিয়ে পর থেকে নানা অজুহাতে স্ত্রী শান্ত মধুর উপর নির্যাতন করতো স্বামী শ্যাম প্রসাদ মধু ওরফে শিমুল মধু ওরফে মিঠুন। ২০১০ সালের ৯ জুলাই খাবার দেয়া নিয়ে শান্ত মধুকে বেধরক মারধর করে শ্যাম প্রসাদ। পরে তাকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে সে মারা যায়। এ ঘটনায় নিহতের ভাই লক্ষন বৈদ্য বাদী হয়ে কোটালীপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে তদন্ত শেষে পুলিশ আদালতে চার্জশিট দাখিল করলে দীর্ঘ শুনানী শেষে আদালত এ সাজা প্রদান করেন। মামলার রায় ঘোষনার সময় সাজাপ্রাপ্ত আসামী পলাতক ছিলেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply