
কালের খবর:
গোপালগঞ্জে গণভোট ও নির্বাচনে বাংলাদেশ বেতার শীর্ষক কমিউনিটি ব্রডকাস্ট অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকেলে গোপালগঞ্জ শিল্পকলা একাডেমির হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ কেন্দ্রের আঞ্চলিক পরিচালক মোহাম্মদ জলিলুল হক সভাপতিত্ব করেন।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস. এম. তারেক সুলতান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সাখাওয়াত হোসেন সেন্টু এবং জেলা নির্বাচন কর্মকর্তা অলিউল ইসলাম।অনুষ্ঠানে পরে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনাও অনুষ্ঠিত হয়।এছাড়া, বাংলাদেশ বেতার, গোপালগঞ্জের কর্মকর্তা–কর্মচারী, বিভিন্ন শ্রেণী–পেশার লোকজন ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
Design & Developed By: JM IT SOLUTION