
কালরে খবরঃ
গোপালগঞ্জ-০২ আসনের ফুটবল প্রতিকের স্বতন্ত্র প্রার্থী ও সুপ্রিম কোর্টের আইনজীবী এবং মানবাধিকার কর্মী উৎপল বিশ্বাস তাঁর নির্বাচনী প্রচারণার মাধ্যমে ভোটারদের নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে তাঁদের মূল্যবান ভোট প্রদানের আহ্বান জানিয়েছেন। বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের মানুষের প্রতি তিনি বিশেষ গুরুত্ব দিয়ে বলেন, আপনারা ভাট কেন্দ্রে গিয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন। এবারের নির্বাচনে সেনাবাহিনী সদস্য সহ যৌথ বাহিনী আইন শৃঙ্খলার দায়িত্বে থাকবেন। নির্বাচনের আগের থেকে নির্বাচন পরবর্তি সময় পর্যন্ত তাদেও টহল জোড়দার থাকবে। এই নির্বাচনা আমাদের গণতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রার্থী উৎপল বিশ্বাস আরও বলেন, যদি আমি ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হই, তাহলে আমার প্রথম লক্ষ্য হবে কৃষকদের জন্য একটি স্থায়ী কমিশন গঠন করা। বাংলাদেশের ১২টি কমিশন গঠিত হলেও, কৃষকদের জন্য আলাদা কমিশন এখনো গঠিত হয়নি। আমি সংসদে গিয়ে এই বিষয়টি উত্থাপন করবো এবং প্রয়োজনে আন্দোলন গড়ে তুলবো। আপনার আমার সাথে থাকলে আন্দোলন সফল হবে।
বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার প্রসঙ্গে তিনি বলেন, জাতি গঠনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো শিক্ষা ব্যবস্থার সংস্কার। স্বাধীনতা পরবর্তি বাংলাদেশে সঠিক ও মানসম্মত কোন শিক্ষা কমিশন গঠন হয়নি, যা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করার জন্য অপরিহার্য। আমি দৃঢ়ভাবে দাবি জানাই, শিক্ষা ব্যবস্থা সংস্কার করে জাতির ভবিষ্যৎকে সুসংহত করা হোক।
উৎপল বিশ্বাস তাঁর প্রচারণায় আরো বলেন, শহরের পাশাপাশি গ্রামাঞ্চলেও মাদকদ্রব্যের ব্যাপক ছড়াছড়ি চলছে, যার ফলে তরুণ প্রজন্ম মাদকের আগ্রাসনে আক্রান্ত হচ্ছে। আমি প্রশাসনের সহযোগিতায় এবং সামাজিক আন্দোলন গড়ে তোলার মাধ্যমে মাদক নিয়ন্ত্রণে কাজ করব।
তিনি আরও জানান, এই নির্বাচনে যারা জয়ী হবে, তারা সংবিধান নিয়ে সংসদে তুমুল বিতর্ক করবে। বহুত্ববাদী চরিত্র বজায় রাখবে কি না, সংখ্যালঘু, আদিবাসী, কৃষক, নারী, শিশু, এবং শ্রমজীবী মানুষের অধিকার রক্ষা হবে কি না, এসব প্রশ্ন নিয়ে আলোচনা হবে। আমি চাই, আমাদের সংবিধান এমনভাবে পরিবর্তিত হোক, যাতে সকল শ্রেণির মানুষের অধিকার নিশ্চিত হয়।
এছাড়া উৎপল বিশ্বাস অতীতে এমপিরা বিভিন্ন উন্নয়ন কার্যক্রম যেমন রাস্তা-ঘাট, ধর্মীয় প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করতেন, কিন্তু ক্ষমতার বিকেন্দ্রীকরণ প্রক্রিয়ার ফলে এসব এখন স্থানীয় সরকারের হাতে চলে যাবে, এবং জাতীয় সংসদ রাষ্ট্র পরিচালনার মূল নীতি নিয়ে কাজ করবে। তাই আমি দেশের জন্য দীর্ঘমেয়াদী উন্নয়নমূলক পদক্ষেপ নিতে চাই। আমি দেশের প্রতি দায়বদ্ধ থেকে কাজ করতে চাই।
Design & Developed By: JM IT SOLUTION