
টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব ও গোপালগঞ্জ-০৩ আসনের (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) স্বতন্ত্র প্রার্থী অ্যাড. গোবিন্দ চন্দ্র প্রামানিক বলেছেন, দীর্ঘদিনের স্বপ্ন ছিল এখানে আসার, তবে কাজের জন্য আসতে পারিনি। কারণ এই স্থান আমাদের জাতির শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থল, যা সমগ্র বাঙালির পীঠস্থান। এটি দর্শন করার ইচ্ছা প্রত্যেক বাঙালিরই থাকে। বঙ্গবন্ধু না থাকলে আজকের বাংলাদেশ গঠিত হতো না। তার সমাধি দর্শন করা প্রত্যেক মানুষের জন্য সৌভাগ্যের ব্যাপার।আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধির ৩ নম্বর গেটে দাঁড়িয়ে কর্মী-সমর্থকদের নিয়ে প্রার্থনা শেষে এসব কথা বলেন তিনি।
এ আসনে কেন নির্বাচন করছেন, এমন প্রশ্নের জবাবে গোবিন্দ চন্দ্র বলেন, আমাদের অনেক হিতাকাঙ্খক্ষী মানুষ আছেন, যারা নির্বাচন করতে চেয়েও পারেননি। আমাদের এক অত্যন্ত আপনজন মনোনয়নপত্র কিনতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন। আরও দুজন সনাতন ধর্মের মানুষ বাধার কারণে মনোনয়ন জমা দিতে পারেননি। তারা আমাকে অনুরোধ করেছেন, ‘দাদা, আপনি যদি আসেন, আমরা ভয়ভীতির মধ্যে থাকব না। আমাদেরকে নানাভাবে মিথ্যা মামলা ও হয়রানির ভয় দেখানো হয়। এই কারণেই আমি এখানে নির্বচন করতে এসেছি, যাতে সবাই ভোটের উৎসবে অংশগ্রহণ করতে পারেন এবং ভিতি দুর হয়।
বিএনপির প্রার্থীর সমালোচনা করে তিনি বলেন, একটি বড় রাজনৈতিক দলের নেতা চান না যে সকল দল নির্বাচনে অংশগ্রহণ করুক। তিনি চান এককভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হোক। তাই বিভিন্নভাবে হয়রানির চেষ্টা করা হচ্ছে। আমরা দেখেছি, তিনি সবাইকে নিয়ে সমালোচনা করছেন। যদি সবাইকে ক্রিটিসাইজ করেন, তাহলে উৎসবমুখর পরিবেশ হবে না। উনার উচিত ছিল বড় উদার হৃদয় নিয়ে সকল প্রার্থীদের সহযোগিতা করা। তিনি যদি বলতেন, আসুন ভোটযুদ্ধে অংশগ্রহণ করুন, পোস্টার, লিফলেট, ব্যানার আমরা তৈরি করে দেই’ এটি হওয়া উচিত ছিল। সমাধিতে প্রার্থনা শেষে গোবিন্দ চন্দ্র প্রামানিক টুঙ্গিপাড়া বিভিন্ন এলাকায় কর্মী-সমর্থকদের নিয়ে তার নির্বাচনী প্রতীক “ঘোড়া মার্কা”-এর প্রচারণার লিফলেট বিতরণ করেন।
Design & Developed By: JM IT SOLUTION