কোটালীপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভ্রাম্যমান কম্পিউটার ও নেটওয়াকিং প্রশিক্ষণের সনদপত্র বিতরণ করা হয়েছে।কোটালীপাড়া উপজেলায় যুব উন্নয়ন অধিদপ্তরের টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডারপ্রিভিলেজ রুরাল ইয়ং পিপল অব বাংলাদেশ (টেকাব-২য় পর্যায়) প্রকল্পের আওতায় মোবাইল ভ্যানে ২মাস মেয়াদী প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৩১ আগস্ট ) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এ সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত ২মাস মেয়াদী প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক হাওলাদার, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান হাওলাদার মানিক, রাফেজা বেগম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রশান্ত কুমার বাড়ৈ বক্তব্য রাখেন।সভা শেষে উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ ৪০জন প্রশিক্ষানার্থীর হাতে সনদপত্র তুলে দেন ।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply