
কোটালীপাড়া প্রতিনিধিঃ
গণঅধিকার পরিষদের প্রার্থী আবুল বশার দাড়িয়া বলেন, আমি নির্বাচিত হলে, কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া থেকে ‘সংখ্যালঘু’ শব্দটি সম্পূর্ণরূপে তুলে দেওয়া হবে। এখানে কেউ সংখ্যালঘু থাকবেন না। সবাই সমান অধিকার ভোগ করবে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে সমান সুযোগ-সুবিধা পাবে। গতকাল বুধবার সন্ধ্যায় কোটালীপাড়া সরকারি টেক্সটাইল ভোকেশনাল ইন্সটিটিউট মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় গোপালগঞ্জ-৩ আসনের জনগণের উদ্দেশ্যে নিজের নির্বাচনী প্রতিশ্রুতি এভাবে ঘোষণা করেন।
সভায় আবুল বশার দাড়িয়া আরও বলেন, আমরা সবাই একে অপরের ভাই, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। মুসলিম, হিন্দু, খ্রীস্টান—আমরা একসাথে কাজ করি, একসাথে খাই, একসাথে আনন্দ ভাগ করি। এই অঞ্চলে কেন ‘সংখ্যালঘু’ হিন্দু, মুসলিম, খ্রীস্টান হতে হবে? কেন আমরা নিজেদের আলাদা করে দেখব? তিনি আরও বলেন, আমি জানি না আমি কতটা কাজ করতে পারব, তবে আমি এই অঞ্চলের জনগণের জন্য সেবা করতে বদ্ধপরিকর।

আবুল বশার নির্বাচনী জনসভায় উপস্থিত হাজারো মানুষকে অনুরোধ করে বলেন, স্বাধীনতা পরবর্তী কোটালীপাড়ার মানুষ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছেন। আপনরা এই সুযোগটাকে কাজে লাগান, আমাকে ট্রাক প্রতীকে ভোট দিন এবং আমাদের এই অঞ্চলের উন্নতির জন্য একসাথে কাজ করার সুযোগ সৃষ্টি করে দিন।
কোটালীপাড়া উপজেলার হিরণ ইউনিয়নবাসীর উদ্যোগে আয়োজিত এই নির্বাচনী জনসভায় গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ এবং স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জনসভাটি হাজারো মানুষের সমাগমে এক মিলনমেলা হয়ে ওঠে, সেখানে সবার মধ্যে একতা ও সহযোগিতার বার্তা ছড়িয়ে দেওয়া হয়।
Design & Developed By: JM IT SOLUTION