
টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সাংবাদ সম্মেলন করে যুবলীগ থেকে পদত্যাগ করেছেন টুঙ্গিপাড়া পৌর যুবলীগের সদস্য মোঃ সৈয়দ আল-আমিন।আজ রবিবার (০৪ জানুয়ারী) টুঙ্গিপাড়া উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন তিনি। এ সময় টুঙ্গিপাড়া উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে টুঙ্গিপাড়া পৌর যুবলীগের সদস্য মোঃ সৈয়দ আল-আমিন বলেন, আমি দীর্ঘদিন টুঙ্গিপাড়া পৌর যুবলীগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছি। দেশের প্রচলিত আইন ও সংবিধানের প্রতি সম্মান রেখে আমি স্বেচ্ছায় ও স্থায়ীভাবে ওই পদ থেকে সরে দাঁড়ালাম। আমি ভবিষ্যতে কোনো রাজনৈতিক কর্মকান্ডে যুক্ত থাকবেন না।
Design & Developed By: JM IT SOLUTION