সোমবার, ০৫ জানুয়ারী ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় শিক্ষার্থীদেও বৃত্তি ও পোশাক বিতরন গোপালগঞ্জ সদর উপজেলা অনূর্ধ্ব-১৫ ফুটবল প্রশিক্ষণ উদ্বোধন গোপালগঞ্জ জেলা ক্রীড়া অফিস আয়োজিত অনূর্ধ্ব-১৫ ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত কোটালীপাড়ায় প্রেমিকার বাড়িতে চোর অপবাদ দিয়ে শারীরিক নির্যাতন; বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে ১২ আওয়ামী লীগ নেতার পদত্যাগ গোপালগঞ্জ-০৩ আসনে স্থগিত ২ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা, মোট বৈধ প্রার্থীর সংখ্যা ২৬জন টুঙ্গিপাড়ায় যুবলীগ এক নেতার পদত্যাগ যাচাই বাছাই এ গোপালগঞ্জে বৈধ হলেন ২৪ প্রার্থী, স্থগিত ২ গোপালগঞ্জের তিনটি আসনে ৩৮ প্রার্থীর মধ্যে ১২জন বাতিল, ২জন স্থগিত, এবং বৈধ ২৪জন। মুকসুদপুরে যাত্রীবাহী বাস চাপায় অজ্ঞাতনামা এক বৃদ্ধ নিহত

কোটালীপাড়ায় প্রেমিকার বাড়িতে চোর অপবাদ দিয়ে শারীরিক নির্যাতন; বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬, ৯.২৩ পিএম
  • ১২ Time View

কালের খবরঃ
ভালোবাসার মানুষকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে ‘চোর’ অপবাদ ও শারীরিক নির্যাতনের শিকার হয়ে আত্মহত্যা করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) বাংলা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শুভ বৈরাগী।
মৃত্যুর আগে শুভ বৈরাগীর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে তিনি তার এই চরম সিদ্ধান্তের পেছনে প্রেমিকার পরিবারের নির্যাতন ও সামাজিক অপমানকে দায়ী করে গেছেন। গত বৃহস্পতিবার (১ জানুয়ারি শুভ লেখাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন। পরে আত্মহত্যার পথ বেছে নেন তিনি।
আজ রোববার (৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী আশ্রয়ণ কেন্দ্রের নিজ ঘর থেকে ওই শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মোল্লা আফজাল হোসেন ওই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করে বলেন, পিতা মাতাহীন শুভ বৈরাগীর আলামত দেখে ধারণা করা হচ্ছে আত্মহত্যা করেছে। ১/২ দিন আগে আত্মহত্যার ঘটনা ঘটেছে। শীতের কারণে মরদেহে পচন ধরেনি, মরদেহ শক্ত হয়ে গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ আড়াইশ’ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
শুভ বৈরাগী বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি বৌলতলী গ্রামের প্রয়াত সুখলাল বৈরাগী ও শেফালী বৈরাগী ছেলে। শৈশবেই বাবা-মাকে হারানো শুভ তার বোন, ভগ্নিপতি ও মামাবাড়িতে বেড়ে উঠেছিলেন। বিগত ৩ বছর আগে বৌলতলী আশ্রায়ণ প্রকল্পে শুভ একটি ঘর বরাদ্দ পায়। মাঝে-মধ্যে গ্রামে আসলে তিনি মামাবাড়ি বা অশ্রায়ণ কেন্দ্রের ওই ঘরে থাকতেন।
শুভ বৈরাগীর ফেসবুক পোস্ট থেকে জানা যায়, কোটালীপাড়া উপজেলার কাফুলাবাড়ি গ্রামের এক তরুণীর সঙ্গে শুভর দীর্ঘ ২ বছরের বেশি সময় ধরে প্রেমের সম্পর্ক ছিল। গত ৩১ ডিসেম্বর রাতে ওই তরুণীর জন্মদিন উপলক্ষে তাকে সরাসরি শুভেচ্ছা জানাতে তাদের বাড়িতে যান শুভ। সেখানে তরুণীর পরিবারের সদস্যরা তাকে আটকে ব্যাপক মারধর ও রক্তাক্ত করে।
শুভর অভিযোগ অনুযায়ী, সম্পর্কের কথা স্বীকার করার পরও তরুণীর জ্যাঠা ( বড় চাচা) ও পরিবারের সদস্যরা তাকে মেরে ফেলার হুমকি দিয়ে জোরপূর্বক একটি ‘মিথ্যা ভিডিও’ ধারণ করে। সেখানে তাকে দিয়ে স্বীকার করানো হয় যে, তিনি ওই বাড়িতে ‘চুরি’ করতে গিয়েছিলেন। পরবর্তীতে এই চুরির অপবাদ শুভর এলাকায় ছড়িয়ে দিয়ে তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা হয়।
ফেসবুক স্ট্যাটাসে শুভ আরো লিখেছেন, তারা সত্যকে আড়াল করে আমাকে মিথ্যা চোর অপবাদ দিয়ে সকলের কাছে দোষী করেছে। এতে আমার মানসম্মান নষ্ট হয়েছে। আমি কারো সামনে মুখ দেখাতে পারবো না। তারা আমাকে জানে মারার চেয়েও বেশি মারছে।
আর্থিক স্বচ্ছলতা না থাকায় প্রেমিকার পরিবার এই সম্পর্ক মেনে নেয়নি, উল্যেখ করে তিনি আরও বলেন, টাকা আজ নেই কিন্তু কাল হতে পারতো, কিন্তু এই অপমানের পর বেঁচে থাকা তার পক্ষে সম্ভব নয়। তার মৃত্যুর জন্য তিনি প্রেমিকা, তার বাবা, কাকা ও জ্যাঠুকে সরাসরি দায়ী করে গেছেন।
শুভর অকাল প্রয়াণে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
আশ্রয়ণ কেন্দ্রের প্রতিবেশী অনিল বিশ্বাস জানান, ৩১ ডিসেম্বর সন্ধ্যার পর শুভ আমার বাই সাইকেল নিয়ে কাফুলাবাড়ির দিকে যেতে চায়। আমি বলি, রাতে সাইকেল চালিয়ে গেল দুর্ঘটনা ঘটতে পারে। সে বলে, দুর্ঘটনা ঘটবে না। এই বলে আমার বাই সাইকেল নিয়ে চলে যায়। আমি সকাল ৮ পর্যন্ত দেখি শুভ ফেরেনি। পরে জমিতে কাজ করতে যাই। বিকেল ৪টায় এসে দেখি শুভ বারান্দায় সাইকেলে তালা দিয়ে রেখেছে। চাবি জানালা দিয়ে আমার ঘরে ছুঁড়ে ফেলে রেখেছে। সে মাঝে-মধ্যে আসত আবার চলে যেত। আমি মনে করেছি, সে বরিশাল চলে গেছে। আজ তার মরদেহ উদ্ধার হয়েছে। এ মেধাবী শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আমরা এ ঘটনার বিচার চাই।
সহপাঠী মোঃ জালাল উদ্দিন বলেন, পুলিশ মামলা না করার জন্য বলছে। মামলা করলে সমস্যা হবে। যারা এতো বড় এটা কাজ করলো। একটা মানুষের মানহানী করলো। প্রেমের ঘটনায় চুরির অপবাদ দিয়ে এলাকার মানুষের কাছে তাকে হেয় করা হয়েছে। প্রচুর মারপিট করা হয়েছে। এতো কিছু হয়েগেল আর পুলিশ বলছে এখানে ঝামালে হচ্ছে তাই আমরা এসেছি। তাই আমরা পুলিশকে বিশ^াস করতে পরছিনা। আমরা এই ঘটনার সুষ্ঠ তদন্ত করে দোষীদের বিচার দাবী করছি।
অপর সহপাঠী ফজলুল করিম আকন, রকিবুল ইসলাম রাসেল, মোঃ তানজির রহমান ও ইব্রহিম খান বলেন, আমরা ৪৬জন শিক্ষার্থী বরিশাল থেকে এসেছি। আমরা চাই দোষীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক । প্রয়োজনে বরিশাল বিশ^বিদ্যালয়ের সকল ছাত্র এখানে আসবে। বিচারের দাবীতে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হবে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোঃ আনিসুর রহমান বলেন, লাশ উদ্ধারের পর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের গ্রেপ্তার পুলিশ মাঠে নেমেছে। পরিবারকে মামলা দেয়ার জন্য বলা হয়েছে। আশাকরি দ্রুত সময়ের মধ্যে এই ঘটনার মূল কাহিনী উদঘাটন সম্ভব হবে। #

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION