
মুকসুদপুর প্রতিনিধিঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে বাস চাপায় অজ্ঞাত নামা (৬০) এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ শনিবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার ভাংগাপোল এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, সকালে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার ভাংগাপোল এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন এই বৃদ্ধ। এসময় ফাল্গুনী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলে বৃদ্ধ নিহত হন। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ গোপালগঞ্জ-২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। তবে ওই বৃদ্ধের নাম পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
Design & Developed By: JM IT SOLUTION