
মুকসুদপুর প্রতিনিধিঃ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ও খান্দারপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা গোপালগঞ্জ-০১ আসনের সংসদ সদস্য কর্নেল (অব) মুহাম্মদ ফারুক খানের চাচাতো ভাই সাব্বির খানের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ রবিবার ভোরে মুকসুদপুর উপজেলার খান্দারপাড় ইউনিয়নের বেজড়া গ্রামের বাড়িতে এ আগুন দেয়ার ঘটনা ঘটে।এই বাড়িটি তালাবদ্ধ থাকায় কোন হতাহত হয়নি।
স্থানীয়রা জানায়, ভোরে কে বা কারা মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ও খান্দারপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাব্বির খানের বাড়িতে আগুন দিয়ে পালিয়ে যায়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়।

মুকসুদপুর ফায়ার সার্ভিসের লিডার ওয়েদুজ্জামান খান বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ রবিবার দুপুর ১২টা ২০ মিনিটে ফোনে খবর পেয়ে মুকসুদপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহায়তায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। এর আগেই ঘরে থাকা, আসবাবপত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়। কিভাবে আগুন লাগার ঘটনা ঘটেছে সেটি তদন্ত করে দেখো হচ্ছে।আর ক্ষয় ক্ষতির পরিমান নিরুপন করা হচ্ছে। তবে আগুনে দ্বিতীয় তলার চরটি রুম আগুনে পুড়ে গেছে।

এ বিষয়ে মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল্লাহ আল মামুন বলেন, ফায়ার সার্ভিসের মাধ্যমে বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাইনি।অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে, বিগত ৫ আগস্ট পট পরিবর্তনের পর আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ও খান্দারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাব্বির খান পলাতক থাকায় তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
Design & Developed By: JM IT SOLUTION