
কালের খবরঃ
গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব বসতি দিবস উদযাপিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে আজ সোমবার (৬ অক্টোবর) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালী বের করা হয়। জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান ও গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী স্বর্ণেন্দু শেখর মন্ডলের নেতৃত্বে র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিশ্ব বসতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান ও বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান বক্তব্য রাখেন। গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী স্বর্ণেন্দু শেখর মন্ডল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
এ সময় অন্যান্যের মধ্যে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের পরিচালক ডাঃ জীবিতেষ বিশ্বাস, গণপূর্ত বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী সমীর বিশ্বাস, তম্নয় কর্মকারসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।
Design & Developed By: JM IT SOLUTION