
কালের খবরঃ
জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে বিজয় র্যালী করেছে জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।আজ বুধবার ( ৬ আগস্ট) দুপুরে জেলা শহরের লঞ্চঘাট এলাকার গোলচত্ত্বর থেকে একটি বিজয় র্যালী বের করে বিএনপির নেতাকর্মীরা। র্যালীটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ওই একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে জেলা বিএনপির আহবায়ক শরীফ রফিকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব অ্যাডভোকেট কাজী আবুল খায়ের সদস্য ডা. কে এম বাবর, অ্যাভোকেট তৌফিকুল ইসলাম তৌফিক, জিয়াউল কবির বিপ্লব, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাজ্জাদ হোসেন হিরা, জেলা যুবদলের সভাপতি রিয়াজ উদ্দিন লিপ্টন, পৌর বিএনপির সভাপতি শেখ হাচিবুর রহমান বক্তব্য রাখেন।
এসময় বক্তরা বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরে এসেছে। একটি দল ফ্যাসিস্টদের সাথে নিয়ে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এসব ষড়যন্ত্র মোকাবেলার জন্য সকল নেতাকর্মীকে প্রস্তুত থাকার আহবান জানান তারা।
Design & Developed By: JM IT SOLUTION