
কালের খবরঃ
ছাত্র-জনতার জুলা্ই-আগস্ট গনঅভ্যুথ্থান দিবস পালন উপলক্ষ্যে গোপালগঞ্জে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে।আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল ৭টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সুশাসন চত্বর থেকে শুরু হয় প্রতীকী ম্যারাথন । জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামানের নেতৃত্বে অনুষ্ঠিত এই প্রতীকী ম্যারাথন শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়।
ম্যারাথনে যুবউন্নয়নের উপপরিচালক মোঃ শহিদুল ইসলাম সহ জেলা পর্যায়ের বিভিন্ন অফিসের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ অংশ নেন। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা । গোপালগঞ্জ জেলা প্রশাসন ও যুবউন্নয়ন অধিদপ্তর এই প্রতীকী ম্যারাথনের আয়োজন করে।
Design & Developed By: JM IT SOLUTION