
কালের খবরঃ
গোপালগঞ্জ সদর উপজেলার মানিকদাহ এলাকায় মাদারীপুর বিলরুট চ্যানেল থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে গোপালগঞ্জ সদর উপজেলার মানিকদাহ কাচারীপাড়া রাস্তার মাথায় নদীতে লাশ ভেসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে। মৃত ব্যক্তির পরিচয় এখনো পর্যন্ত সনাক্ত করা সম্ভব হয়নি বলে পুলিশ জানিয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। গোপালগঞ্জ সদর থানার ওসি মির মোঃ সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনী প্রক্রিয়া শেষে লাশ দাফনের ব্যবস্থা করা হবে।
Design & Developed By: JM IT SOLUTION