
কালের খবরঃ
জুলাই গণঅভ্যুথানে শহীদ ছাত্র জনতার স্মরণে গোপালগঞ্জ জেলার স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন কাজের উদ্ধোধন করা হয়েছে। আজ সোমবার (১৪ জুলাই) বিকেলে গোপালগঞ্জ জেলা শহরের পুরাতন লঞ্চঘাট গোলচত্ত্বর এলাকায় এ জুলাই স্মৃতি স্তম্ভের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করে জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। পরে শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, জেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকুজ্জামান, জেলঅ পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ,অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম কবির, এলজিইডির নির্বাহী প্রকৌশলী এহসানুল হক, আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যোন্ট মজিবুল হক, সদর উপজেলা নির্বাহী অফিসার এম রকিবুল হাসান সহ সরকারী কর্মকর্তা ও শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।এসময় জেলা প্রশাসক বলেন, জুলাই শহীদদের রক্তের বিনিময়ে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা পেয়েছে। তাদের স্মরনে এই জুলাই স্মৃতি স্তম্ভের নির্মাণ করা হচ্ছে।
Design & Developed By: JM IT SOLUTION