
গোপালগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ
কালের খবরঃ
গোপন তৎপরাতায় দীর্ঘদিন ধরে অভ্যস্ত গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা এবং সারাদেশে আইনশৃংখলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল।
আজ সোমবার (১৪ জুলাই) বেলা ১২টায় গোপালগঞ্জ সরকারী কলেজ ক্যাস্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কায্যালয়ের সমানে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে জেলা বিএনপির সদস্য ডাঃ কে. এম. বাবর, এ্যাডভোকেট তৌফিকুল ইসলাম তৌফিক, জেলা ছাত্রদলের সভাপতি মিকাইল হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বক্তব্য রাখেন।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, গুপ্ত সংগঠন জামায়াত-শিবির অপপ্রচারের মাধ্যমে দীর্ঘদিন ধরে বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলেছে। তারা মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে এখন পযর্ন্ত দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে চলছে। তারা তাদের দায়ভার অন্যান্য দলকে দিতে অপচেষ্টা চালায়।
জেলা ছাত্রদলের সভাপতি মিকাইল হোসেন বলেন, গুপ্ত সংগঠনগুলো আওয়ামী লীগের সাথে আতাত করে দেশের পরিবেশ অস্থিতিশীল করে তুলতে বিভিন্ন ধরনের ঘটনা ঘটিয়ে যাচ্ছে। তাদের এই অপকর্মের বিরুদ্ধে ছাত্রদল আজ বিক্ষোভ করেছে।
জেলা বিএনপি সদস্য এ্যাডভোকেট তৌফিকুল ইসলাম তৌফিক বলেন, বাংলাদেশে কয়েক দিনে কয়েকটি ঘটনা ঘটেছে, এর সাথে বিএনপি জড়িত নয়। ব্যক্তির দায় দল নেবে না। এনসিপির মিছিল থেকে মুহিন নামের এক সংন্ত্রাসীকে আটক করেছে পুলিশ, সে হত্যাকান্ডের সাথে জড়িত ছিলো। তাতেই স্পস্ট হয়ে যায় বিএনপি হত্যাকান্ডের সাথে জড়িত নয়।
জেলা বিএনপির সদস্য ডাঃ কে. এম. বাবর বলেন, বিএনপি ও সহযোগী সংগঠন সন্ত্রাস, চাঁদাবাজ, ফ্যাসিস্টদের বিরুদ্ধে। ফ্যাসিস্টদের জাগয়া ভারতে আর রাজাকারদের জায়গা পাকিস্তানে। বিএনপির কেন্দ্র থেকে কোন কর্মসূচী দিলে তা পালন করা হবে।
                                Design & Developed By: JM IT SOLUTION