
মুকসুদপুর প্রতিনিধিঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাহি বাস চাপায় জাহাঙ্গীর সরদার (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।আজ সোমবার (১৪ জুলাই) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার মুকসুদপুর ফিলিং স্টেশনের সামনে এ দূর্ঘটনা ঘটে।নিহত জাহাঙ্গীর সরদার মুকসুদপুর উপজেলার পশ্চিম গোপিনাথপুর গ্রামের কমল সরদারের ছেলে।
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে পশ্চিম গোপীনাথপুরের মুকসুদপুর ফিলিং স্টেশনের সামনে ঢাকা-খুলনা মহাসড়ক পার হচ্ছিলেন জাহাঙ্গীর সরদার। এসময় দ্রুতগমি একটি যাত্রীবাহী বাস চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ আড়াইশ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।
Design & Developed By: JM IT SOLUTION