কালের খবরঃ
ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ শহরের বেদগ্রাম মোড়ে ত্রি-মুখি সংঘর্ষে অন্ততঃ ৬জন আহত হয়েছে। এদের মধ্যে ৪ জনকে গোপালগঞ্জ আড়াইশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ শনিবার (১২ জুলাই) দুপুরে খুলনাগামী একটি ট্রাক বেদগ্রাম মোড়ে পৌছালে রাস্তা ক্রস করার সময় একটি ব্যাটারীচালিত ইজিবাইক ও একটি ইঞ্জিন চালিত ভ্যান গাড়ির সাথে সংঘর্ষ হয়।এতে ইজিবাইক ও ভ্যানে থাকা যাত্রীরা আহত হন।খবর পেয়ে আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে ফায়ার সার্ভিসের কর্মিরা।
Design & Developed By: JM IT SOLUTION