কালের খবরঃ
ঢাকার মিটফোর্ডে পাশবিক কায়দায় সোহাগ হত্যাকাণ্ড এবং দেশব্যাপী চলমান চাঁদাবাজি, ধর্ষণ ও হত্যার প্রতিবাদে গোপালগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা। গোপালগঞ্জ মেডিকেল কলেজ, গোপালগঞ্জ পলিটেকনিক ইউষ্টিটিউট এবং গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এসব কর্মসূচী পালন করা হয়।
আজ শনিবার (১২জুলাই) সকাল সাড়ে ১০টায় মেডিকেল কলেজের একাডেমিক ভবনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। অপরদিকে বেলা ১টায় গোপালগঞ্জ পলিটেকনিক ইউষ্টিটিউট এবং বেলা ২টায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ করে শিক্ষার্থীরা। সমাবেশে বিক্ষোভরতঃ শিক্ষার্থীরা এ ঘটানার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীসহ দেশব্যাপী চলমান চাঁদাবাজি, ধর্ষণ ও হত্যার প্রতিবাদ জানায়।
Design & Developed By: JM IT SOLUTION