কোটালীপাড়া প্রতিনিধিঃ
টানা বর্ষণে বিপর্যস্ত হয়ে পড়েছে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সড়ক যোগাযোগ ব্যবস্থা। কোথাও সড়কে ধস, কোথাও আবার ব্রিজের সংযোগ সড়ক ভেঙে গিয়ে বন্ধ হয়ে গেছে যান চলাচল। ফলে জনদুর্ভোগ পৌঁছেছে চরমে।
মাঝবাড়ি–মান্দ্রা সড়কের পূর্ব মাঝবাড়ি এলাকায় নতুন মসজিদের পাশের বেইলি ব্রিজটির দুই পাশ ধসে পড়ে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে ওই সড়কের যোগাযোগ। এলাকাবাসীর অভিযোগ, কয়েকদিন ধরে যান চলাচল বন্ধ থাকলেও মেরামতের তেমন কোনো উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ।
স্থানীয় ব্যবসায়ী দিদার দাড়িয়া জানান, “প্রতিদিন হাজারো মানুষ এই সড়ক ব্যবহার করে। এখন পুরোপুরি বন্ধ। স্কুলগামী ছাত্রছাত্রী থেকে শুরু করে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স সবাই চরম ভোগান্তির শিকার।”
টানা বৃষ্টির ফলে শুধু মাঝবাড়ি-মান্দ্রা নয়, গোপালগঞ্জ-পয়সারহাট আঞ্চলিক সড়কের কোটালীপাড়া জিরো পয়েন্ট, মাঝবাড়ি–রাধাগঞ্জ, ধারাবাশাইল–তরুর বাজার ও কোটালীপাড়া–রাজৈর সড়কেও সৃষ্টি হয়েছে গভীর গর্ত ও ফাটল। এসব পথে যান চলাচল করছে মারাত্মক ঝুঁকি নিয়ে।
কোটালীপাড়ার বাসিন্দারা বৃষ্টি থামার অপেক্ষায় থাকলেও নতুন করে দুর্ভোগের আশঙ্কায় দিন কাটাচ্ছেন তারা।
কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাসুম বিল্লাহ সাংবাদিকদের বলেন, “বৃষ্টির কারণে একাধিক সড়কে সমস্যা হয়েছে। আমরা এলজিইডিকে দ্রুত ব্যবস্থা নিতে বলেছি। আশা করছি কিছুদিনের মধ্যে সংস্কার কাজ শুরু হবে।
Design & Developed By: JM IT SOLUTION