পরেশ বিশ্বাস মুকসুদপুরঃ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মুকসুদপুর পৌরসভার অধিকাংশ রাস্তাঘাটের বেহাল অবস্থা, চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে পৌরবাসির।কালনা-টেকেরহাট সড়কের মুকসুদপুর কলেজ মোড় হতে কমলাপুর ব্রীজ পর্যন্ত সদর বাজারের ভিতরের রাস্তার অবস্থা খুবই বেহাল। প্রতিদিন এই রাস্তায় হাজার হাজার যান বাহন ও পথচারী চলাচল করলেও দীর্ঘদিন ধরে সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে এলাকাবাসী জানিয়েছেন।
এছাড়া সদর বাজারের ভিতরে চন্ডীবর্দি সোনালী ব্যাংক মোড় হতে পাইলট স্কুল হয়ে সাবেক অগ্রণী ব্যাংক ভবন পর্যন্ত রাস্তা, গোপীনাথপুর গ্রামের ফরিদ মিয়া কমপ্লেক্স হতে উপজেলা পরিষদের দক্ষিন পাশ দিয়ে তেরাইছে মোড় পর্যন্ত রাস্তা, গোপিনাথপুর আবু সালেহ চেয়ারম্যানের বাড়ী হতে সরকারী মুকসুদপুর কলেজ পর্যন্ত রাস্তা এবং টেংরাখোলা গ্রামের আতিয়ার ইন্জিয়ারে বাড়ি হতে সাংবাদিক কাজী ওহি দের বাড়ী হয়ে মরহুম খোকা শরিফের বাড়ি পর্যন্ত রাস্তার খুবই বেহাল দশা। কোন রকম বৃষ্টি হলেই রাস্তাগুলো পানিতে ডুবে যায়। প্রতিদিন এই রাস্তা দিয়ে শত শত যান বাহন ও জনগণ চলাচল করে থাকে।
রাস্তাটির ব্যবহারকারী সাধারণ মানুষ,বিশেষ করে সরকারী মুকসুদপুর কলেজ, কয়েকটি কেজি স্কুল, প্রাথমিক স্কুল, সরকারী এস, জে উচ্চ বিদ্যালয় মুকসুদপুর পাইলট উচ্চ বিদ্যালয় এবং মুকসুদপুর কামিল মাদ্রাসার ছাত্রছাত্রীদের প্রতিদিনই যাতায়াত করতে হয় এই রাস্তায় দিয়ে। খানা-খন্দে ভরা এবং চলাচলের অনুপযোগী রাস্তা শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের জন্য একটি বড় ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। কোনো রকম বৃষ্টি হলেই রাস্তার খানা -খন্দের বিভিন্ন স্থানে পানিতে ভরে যায়। এতে করে অটো ভ্যান ও ইজিবাইকের চালকদের যাত্রী নিয়ে চরম ঝুঁকির সম্মুখীন হতে হয়। পৌরবাসি দ্রুত রাস্তা সংস্কারের দাবি জানিয়েছে কর্তৃপক্ষ পক্ষের নিকট।
Design & Developed By: JM IT SOLUTION