কালের খবরঃ
কমিটি ঘোষণার ২৪ ঘন্টার মধ্যে ফেসবুকে পোস্ট দিয়ে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি‘র গোপালগঞ্জ জেলা সমন্বয় কমিটি থেকে নাম বাদ দেয়ার অনুরোধ জানালেন সদস্য ছাদিম কাজী। গতকাল বৃহস্পতিবার ঘোষিত জাতীয় নাগরিক পার্টি-এনসিপি‘র গোপালগঞ্জ জেলা সমন্বয় কমিটির এক নম্বর সদস্য করা হয় ছাদিম কাজীকে।আজ শুক্রবার (৪ জুলাই) দুপুরে ছাদিম কাজী তার ফেসবুকে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে লেখেন,
এতদ্বারা সকলের জন্য জানানো যাচ্ছে যে, আমার অনুমতি ব্যতীত আমাকে এনসিপি দলেরকমিটির সদস্য মনোনীত করা হয়েছে সেটা আমার এবং আমার পরিবারের জন্য অনাকাঙ্খিত ঘটনা। এই ব্যাপারে আমি কিছুই জানি না এটা আমার বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করেছে। আমি কোন রাজনৈতিক দলের সদস্য না এবং এনসিপি দলেরও সদস্যও না। তাই আমার নাম এনসিপি দলের কমিটি থেকে বাদ দেওয়ার অনুরোধ রইলো।
প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার রাতে এনসিপি‘র সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ স্বাক্ষরিত গোপালজেলা সমন্বয় কমিটি প্রকাশ করা হয়। ২৯ সদস্য বিশিষ্ট ঘোষিত ওই কমিটির এক নম্বর সদস্য করা হয় ছাদিম কাজীকে। এ ঘটনার পর থেকে ফেসবুকে ছাদিম কাজীকে অনেকেই ধন্যবাদ জানিয়েছেন।
এ ব্যাপারে ছাদিম কাজীর সাথে সাংবাদিকদের মুঠোফোনে কথা হলে তিনি বলেন, তিনি কখনো কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলেন না। গোপালগঞ্জ জেলা শহরে তিনি মুদি ব্যবসা করেন। এনসিপি‘র কমিটিতে তার নাম দেখে অবাক হয়েছেন। তাই ফেসবুকে পোস্ট দিয়ে তার নাম প্রত্যাহারের অনুরোধ করেছেন।
ছাদিম কাজী আরো বলেন, এসসিপি‘র গোপালগঞ্জ জেলার প্রধান সমন্বয়ক মো. আরিফুল ইসলাম তার স্কুলের বড় ভাই ছিলেন। তিনি হয়তো কমিটিতে তার নামটি দিয়ে থাকতে পারেন।
এ ব্যাপারে গোপালগঞ্জ জেলার প্রধান সমন্বয়ক মো. আরিফুল ইসলামের মুঠোফোনে (০১৯৭৩৮৬৬৩৫৩) বার বার কল দিলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply