কালের খবরঃ
গোপালগঞ্জে সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছে।আজ শুক্রবার(০৪ জুলাই) ভোর রাতে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার ডুমদিয়ায় এ দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, খুলনার ফুলতলার দামুদার গ্রামের ইকরাম ফকিরের ছেলে ও ট্রাক চালক ইরফান ফকির (৩৫) ও গোপালগঞ্জ জেলা শহরের মৌলভীপাড়ার শ্যামল মোল্লার ছেলে ট্রাক হেলপার ইয়াসিন মোল্লা(১৮)।
ভাটিয়াপাড়া হাইওয়ে থানার উপ পরিদর্শক মোঃ রোমান মোল্লা জানিয়েছেন, ড্রাগন ও পেয়ারা ভর্তি একটি ট্রাক যশোরের কেশবপুর থেকে গোপালগঞ্জ জেলা শহরে আসছিল। এসময় সদর উপজেলার ডুমদিয়া এলাকায় পৌঁছালে তাদের ট্রাকসহ অন্য একটি ট্রাক বিকল হয়ে পড়ে। এসময় ট্রাক চালক ইরফান ট্রাকের নিচে ও হেলপার ইয়াসিন বাইরে দাঁড়িয়ে ট্রাক মেরামতের কাজ করছিল।
হঠাৎ পিছন দিক থেকে দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস ট্রাকের পিছনে ধাক্কা দিলে ট্রাকের নিচে চাপা পড়ে চালক ইরফান ঘটনাস্থলে নিহত হয়। মারাত্মক আহত ইয়াসিনকে গোপালগঞ্জ আড়াইশ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) মির মোঃ সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply