মাদকসহ গ্রেপ্তার আরিফুল্লাহ
কাশিয়ানী প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কাশিয়ানী কালনায় মধুমতি ব্রীজের টোল প্লাজার সামনে থেকে ৫ হাজার ৮৫৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আরিফুল্লাহ (২২ )নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার হওয়া মাদক ব্যবসায়ী আরিফুল্লাহ কক্সবাজারের রামু উপজেলার দারিয়ারদিঘী গ্রামের মৌলভী পাড়া এলাকার নুরুল কবিরের ছেলে।আজ শনিবার (২৮জুন) বিকেলে জেলার কাশিয়ানী উপজেলার কালনার মধুমতি ব্রীজের টোল প্লাজা থেকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন ভাটিয়াপাড়া র্যাব-৬ ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রেজাউল হক । তিনি সাংবাদিকদের জানিয়েছেন, গোপান সংবাদ ছিল ঢাকা থেকে ছেড়ে আসা যশোর গামী নড়াইল এক্সপ্রেস পরিবহনের মাদক পাচার হচ্ছিল। বাসটি মধুমতি টোল প্লাজার সামনে পৌছালে বাসে তল্লাশী চালিয়ে ৫ হাজার ৮৫৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ওই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীকে কাশিয়ানী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply