ছবি- হরগোবিন্দ বিশ্বাস
কোটালীপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হরগোবিন্দ বিশ্বাসকে গ্রেপ্তার করেছে পুলিশ ।আজ শনিবার (২৮ জুন) সকালে কোটালীপাড়া থানা পুলিশ উপজেলার লাটেঙ্গা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে।হরগোবিন্দ বিশ্বাস কোটালীপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাসের বড় ভাই ও লাটেঙ্গা গ্রামের মৃত হরলাল বিশ্বাসের ছেলে।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ(ওসি) আবুল কালাম আজাদ বলেন, আওয়ামী লীগ নেতা হরগোবিন্দ বিশ্বাসকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে আমরা তাকে গোপালগঞ্জ সদর থানায় প্রেরণ করেছি।গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর সাজেদুর রহমান বলেন,সদর থানার গোপীনাথপুরে সেনাবাহিনীর উপর হামলা ও গাড়ী পোড়ানো মামলায় হরগবিন্দ বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়েছে। বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply