কালের খবরঃ
গোপালগঞ্জের কাশিয়ানীতে অভিযান চালিয়ে কিশোর গ্যাং ‘ডেমন বয়েজ’ গ্রুপের ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। এ সময় তাদের কাছ থেকে গাঁজা ও মোবাইল ফোন জব্দ করা হয়।গতকাল শুক্রবার (২৭জুন) রাতে কাশিয়ানী উপজেলার মহেশপুর রেলষ্টেশন এলাকায় অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয়।
জানাগেছে,গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মহেশপুর রেলষ্টেশন এলাকায় অভিযান চালায় যৌথবাহিনীর একটি দল। এ সময় কিশোর গ্যাং “ডেমন বয়েজ” গ্রুপের ৮ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়।তাদের কাছ থেকে ১৫ গ্রাম গাঁজা, একটি গাঁজা সেবনের কল্কি ও ৮টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।
কাশিয়ানী থানার অফিসার ইন চার্জ (ওসি) কামাল হোসেন বলেন, ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)ফারজানা জান্নাত মাদক সেবনের অপরাধে তাদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করে এবং পরে তাদেরকে আজ শনিবার(২৮জুন) দুপুরে জেল হাজতে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)ফারজানা জান্নাত বলেন, মাদকসেনের তথ্য প্রমানের ভিত্তিত্বে গ্রেপ্তারকৃত প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে। তবে এরা কিশোর গ্যাং কিনা সেটা আমার জানা নাই।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply