কালের খবরঃ
গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান ভূঁইয়া লুটুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। চীন ভ্রমণ শেষে ফেরার পর গতকাল বৃহস্পতিবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে।
আজ শুক্রবার (২৭ জুন) দুপুরে তাকে হস্তান্তর করা হয় গোপালগঞ্জ সদর থানা পুলিশের কাছে। পরে সদর থানা পুলিশ তাকে গোপালগঞ্জ আদালতে হাজির করে।
গোপালগঞ্জে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান সদর থানার অফিসার ইনচার্জ মির মোহাম্মদ সাজেদুর রহমান। পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply