কালের খবরঃ
গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে বেঞ্চে বসা নিয়ে ষ্টাফ ও আনসার সদস্যদের মধ্যে হাতাহাতির ঘটনায় ৫ জন আহত হয়েছে।আজ বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।আহতরা হলেন, আনসার সদস্য মাহবুব ও মজিবুর এবং গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অ্যাটেনডেন্ট রিফাত, আরিফ ও প্যাথলজি বিভাগের সজল।
হাসপাতাল সূত্রে জানাগেছে, মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটকের প্রবেশ পথে অপেক্ষমান বেঞ্চে বসা ছিল আনসার সদস্য মাহবুব। এসময় মেডিকেল কলেজের অ্যাটেনডেন্ট রিফাত তাকে উঠতে বললে মাহবুব না উঠলে তাকে গালামন্দ করেন। পরবর্তীতে অ্যাটেনডেন্ট রিফাত ও তার সহকর্মী সজল ও আরিফ একত্রিত হয়ে আনসার সদস্য মাহবুবকে মারধর করে অস্ত্র ও পোশাক টানাটানি করে। এসময় অপর আনসার সদস্য মজিবুর ঠেকাতে আসলে তাকেও মরধর করা হয়।
এর এক পর্যায়ে আনসারের অন্যান্য সদস্যরা তাদেরকে টেনে হিঁচড়ে আনসার ডরমেটরিতে নিয়ে গেলে তাদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ৫জন আহত হন। পরে খবর পেয়ে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক প্রেমানন্দ মন্ডল ও সহকারী পরিচালক ডা. নিয়াজ মোহাম্মদ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা: নিয়াজ মোহাম্মদ জানান, বিষয়টি মিমাংসার জন্য বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দুই পক্ষের কথা শুনে মিটমাট করা হয়েছে।
গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক প্রেমানন্দ মন্ডল বলেন, উভয়ের মধ্যে ব্যাপক মারামারি শঙ্কায় মিমাংশার জন্য বৈঠকে করা হয়। বৈঠক শেষে সিসিটিভি ফুটেজ দেখে দোসীদের শাস্তি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply