কালের খবরঃ
গোপালগঞ্জে একই সড়কে পৃথক সড়ক দূর্ঘটনায় ৩ জন নিহত ও ১০জন আহত হয়েছে। আজ রবিবার (২২জুন) দুপুরে কাশিয়ানীর উপজেলার টুকু বাজারে ও ভোর রাত সাড়ে ৩টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুরে এসব দূর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন, গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি গ্রামের বৃদ্ধ সরোয়ার খা (৭০), একই উপজেলার মানিক লাল পালের ছেলে বিপুল পাল (৪০) ও সোহাগ পরিবহনের হেলপার ও খুলনার দৌলতপুরের মোঃ রাজা শেখের ছেলে মো শাওন শেখ (২০)।
ভাটিয়াপাড়া হাইওয়ে থানার কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে ফাঁড়ির উপ পরিদর্শক রোমান মোল্যা ও গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক আহম্মেদ আলী বিশ্বাস জানান, গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা একটি নসিমন গোপীনাথপুর এলাকায় পৌঁছালে ঢাকাগামী একটি কার্ভাড ভ্যান পিছন থেকে তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে নসিমনের যাত্রী বিপুল পাল মারা যান।
একই স্থানে খুলনা থেকে ছেড়ে আসা একটি ট্রাক মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলো। এসময় খুলনা থেকে ছেড়ে আসা সোহাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ট্রাকের পিছনে সাজোড়ে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দূমড়ে মুচড়ে গেলে বাসের হেলপার মোঃ শাওন শেখ ঘটনাস্থলে মারা যান ও অপর ১০জন আহত হন।
এছাড়া একই সড়কে আজ রবিবার দুপুরে কাশিয়ানীর চাপতা এলাকার টুকু বাজারে মহাসড়ক পারাপারের সময় খুলানা থেকে ছেড়ে আসা ঢাকাগামী দ্রুত গতির হাসান ট্রাভেলসের একটি বাস সরোয়ার খাকে ঘটনাস্থলে চাপা দিলে তিনি মারাত্মক আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কাশিয়ানী উপজেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে তার মৃত্যু হয়।
তারা আরো বলেন,হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ আড়াইশ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এবং দূর্ঘটনাকবলিত যানগুলো জব্দ করা হয়েছে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply