কালের খবরঃ
গোপালগঞ্জ টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর গ্রামে স্বামীর পরকিয়া সন্দেহে ঝগড়াঝাটিকে কেন্দ্র করে স্ত্রীর ছুরিকাঘাতে সৌদি প্রবাসী স্বামী বায়েজিদ সিকদার মারাত্মক আহত হয়েছে।
আশংকাজনক অবস্থায় তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিস্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে টুংগীপাড়া উপজেলার গোপালপুর গ্রামের ওহাব আলী শিকদারের ছেলে।
আজ শুক্রবার (২০জুন) দুপুরে মানসুরা খানমের সাথে স্বামী বায়েজিদের কথা কাঁটাকাটির এক পর্যায়ে স্ত্রী রাগের বসে স্বামীকে চুরিকাঘাত করে মারাত্মক আহত করে।স্বামী মারা যেতে পারে এমনটি বুঝতে পেরে নিজেও আত্মহত্যার চেষ্টা চালায়।
আহত বায়েজিদের মা হোসনেআরা বেগম জানিয়েছেন, মাস খানেক আগে বায়েজিদ সৌদিআরব থেকে দেশে এসেছেন। মোবাইলে কথা বলা নিয়ে দুজনেই দু’জনকে সন্দেহের চোখে দেখেন ।এ নিয়ে প্রায়ই দু’জনের মধ্যে কথা কাটাকাটি ও ঝগড়া-ঝাটি লেগে থাকতো। আজ শুক্রবার দুপুরে আমার ছেলের মোবাইল ফোন ওর স্ত্রী মানসুরা খানম ইমোতে ঢুকে চেক করছিল । এই নিয়ে দুই জনের ঝগড়া হয়। এরই এক পর্যায়ে মানসুরা আমার ছেলের পেটে ঘরে থাকা ছুরি দিয়ে কোপ মারে। এতে আমার ছেলের অবস্থা খারাপ হওয়ায় পরে নিজে নিজের পেটে ছুরি মারে।
এ ঘটনার পর আশপাশের লোকজন দু’জনেই আহত অবস্থায় পড়ে থাকতে দেখে গোপালগঞ্জ আড়াইশ শয্যা বিশিস্ট জেনারেল হাসপাতালে এনে ভর্তি করে । স্বামীর অবস্থা আশংকা জনক বলে জানিয়েছেন চিকিৎসক।
এ ব্যপারে গোপালগঞ্জ আড়াইশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ আপতাফ জিলানী কলেন, স্বামী স্ত্রী আহত অবস্থায় ভর্তি করে। স্বামী অবস্থা মারাত্মক ।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply