কালের খবরঃ
গোপালগঞ্জে প্রকৃত ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে খরিপ দুই মৌসুমে প্রণোদনা কর্মসূচীর আওতায় রোপা আমনের বীজ-সার, নারিকেল ও লেবুর চারা বিনামূল্যে বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার (১৭ জুন) সকালে গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথির বক্তব্য দেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ডঃ মো. মোকতার হোসেন।
সম্মানিত অতিথির বক্তব্য দেন কৃষি সম্প্রসারণের গোপালগঞ্জ খামারবাড়ির উপ পরিচালক আঃ কাদের সরদার।
২০২৪ -২৫ অর্থবছরে বীজ-সার, নারিকেল ও লেবুর চারা বিনামূল্যে বিতরণ অনুষ্ঠানে গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. রকিবুল হাসানের সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কে.এম লোকমান হাকিমের সঞ্চালনায় সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাফরোজা আক্তার সহ আরো অনেকে বক্তব্য রাখেন।
এ সময় গোপালগঞ্জ বিএডিসির উপ-পরিচালক সঞ্জয় দেবনাথ, বিএডিসির নির্বাহী প্রকৌশলী আজিজুল হক সুমন, কৃষি সম্প্রসারণের অতিরিক্ত উপ-পরিচালক বিধান রায় সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
পরে অতিথিরা ৪শ’ জন প্রান্তিক কৃষকের হাতে প্রত্যেককে ৫ কেজি ধান বীজ, ১০ কেজি করে ডিএপি ও এমপি সার তুলে দেন। এছাড়া ৪০ জন কৃষকের মধ্যে পাঁচটি করে মোট ২শ’ লেবুর চারা ও ১২০ টি প্রতিষ্ঠানে পাঁচটি করে মোট ৬শ’ নারিকেলের চারা বিনামূল্যে বিতরণ করা হয়।
সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাফরোজা আক্তার বলেন, প্রণোদনার বীজ-সার দিয়ে ৪শ’ কৃষক ৪শ’ বিঘা জমিতে রোপা আমনের আবাদ করবেন। এতে এ উপজেলায় রোপা আমনের আবাদ ও উৎপাদন বৃদ্ধি পাবে। এছাড়া ৪০ জন কৃষকের মাঝে ৫টি করে মোট ২শ’ লেবুর চারা বিতরণ করা হয়েছে। এসব লেবুর চারা তারা বাড়ির আঙ্গিনা বা আশপাশে রোপন করবেন। এখানে থেকে উৎপাদিত লেবু কৃষকের পরিবারের চাহিদা মেটাবে। বাড়তি লেবু তারা বাজারে বিক্রি করে অর্থ উপার্জন করতে পারবেন। এ অনুষ্ঠানে সদর উপজেলার ১২০টি প্রতিষ্ঠানে ৫টি করে ৬শ’ উচ্চফলনশীল নারিকেলের চারা বিতরণ করা হয়েছে। এটি সদর উপজেলায় নারিকেলের উৎপাদন বৃদ্ধিতে ভূমিকা রাখবে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply