কালের খবরঃ
গোপালগঞ্জে ভুয়া সেনাবাহিনী ও র্যাব অফিসার পরিচয় দানকারী দুই প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা এক ব্যক্তিকে অপহরণ করে ফোনে মুক্তিপন দাবি করে। পরে স্থানীয় জনতার বিষয়টি সন্দেহ হলে ভূয়া ওই ব্যক্তিদের আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।গ্রেপ্তারকৃতরা হলো- গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর শরীফপাড়া গ্রামের তোফেল শরীফের ছেলে হাবিবুর রহমান(৪২) ও টুঙ্গিপাড়া উপজেলার জোয়ারিয়া গ্রামের সুভাষ ঢালীর ছেলে শ্রীবাস ঢালী(৩২)আজ রবিবার (১৫জুন) গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলীয়া গ্রাম থেকে এদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানাগেছে, সুকতাইল ইউনিয়নের চরতালা গ্রামের সোনfমিয়া নামে এক ব্যক্তিকে (৪২) অপহরনকারীরা সেনাবাহিনী ও র্যাব অফিসার পরিচয়ে একটি ইজিবাইকে করে চন্দ্রদিঘলীয়া গ্রামে নিয়ে যায়।পরে সোনামিয়ার
ফোন দিয়ে তার পরিবারের সদস্যদের কাছে মুক্তিপন দাবী করে। টাকা না দিলে তাকে গ্রেপ্তার করা হবে বলে হুমকি দেয়। বিষয়টি স্থানীয়দের সন্দেহ হলে এই প্রতারকদের আটক করে জিজ্ঞাসাবাদ করে। কথাবার্তা অসংলগ্ন হওয়ায় স্থানীয়রা তাদের গণধোলাই দিয়ে গোপীনাথপুর পুলিশের কাছে সোপর্দ করে। এই ঘটনায় ভুক্তভোগী সোনামিয়া বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক আহম্মেদ আলী বিশ্বাস।#প্রসূন
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply