কালের খবরঃ
গোপালগঞ্জ সদর উপজেলার মানিকদাহে মধুমতি নদীতে ছেলে মেয়েকে নিয়ে গোসল করতে নামে মা খুশি বেগম। গোসল করার এক পর্যায়ে পানির তোরে তলিয়ে যেতে থাকে মা ৭ বছর বয়সের ছেলে সাকিব শেখ ও ১২ বছরের মেয়ে সাফিয়া আক্তার। ছেলেকে নিয়ে মা কোন মতে তীরে উঠতে পারলেও ১২ বছর বয়সের সাফিয়া স্রোতের টানে তলিয়ে যায়।
আজ রবিবার (১৫জুন) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার মানিকদাহ গ্রামে এই ঘটনা ঘটে।
তাদের বাড়ি নড়াইল জেলার নড়াগাতিতে। নিখোঁজ ওই মেয়ের বাবার নাম লালন শেখ। তারা ঈদের ছুটিতে মায়ের সাথে মামা আব্দুর রহমানের বাড়িতে বেড়াতে এসেছিল।
স্থানীদের সূত্রে জনাগেছে, মধুমতি নদীতে দুই ছেলে-মেয়েকে নিয়ে মা খুশি বেগম গোসল করতে নামেন। কিন্তু, নদীর পানিতে অতিরিক্ত স্রোত থাকায় তারা তিনজনই পানিতে তলিয়ে যান। মা কোন রকমে ছেলে সাকিব শেখ(৭)কে নিয়ে তীরে উঠতে পারলেও মেয়ে সাফিয়া আক্তার(১২) পানির তোড়ে তলিয়ে যায়। এঘটনার পরে প্রথমে স্থানীয়রা খোঁজাখুজি করে না পেয়ে মাদারীপুরের একটি ডুবুরীদলকে খবর দেয়। তারা বিকেলে ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযানে নামে।কিন্তু সন্ধ্যা পর্যন্ত ডুবুরী দল নিখোঁজ সাফিয়া আক্তারকে জীবিত বা মৃত অবস্থায় উদ্ধার করতে পারেনি।
উদ্ধার অভিযানে আসা মাদারীপুর সদর ফায়ার স্টেশনের সিনিয়র ফায়ার ফাইটার মোঃ রিয়াজুল ইসলাম বলেন, আজ সন্ধ্যা পর্যন্ত আমরা নিখোঁজ মেয়ের সন্ধ্যান পাইনি। উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশ পেলে আগামীকাল সকাল থেকে পুনরায় উদ্ধার অভিযান চালানো হবে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply