কোটালীপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়ায় জিজিএফআই-এর নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজির অভিযোগে কথিত সাংবাদিক অংকন তালুকদারকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী(সেনাবাহিনী পুলিশ)।
কোটালীপাড়া উপজেলার রামশীল ইউনিয়ন পরিষদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে কোটালীপাড়ার রামশীল গ্রামের অশোক তালুকদারের ছেলে।
পুলিশ সূত্রে জানাগেছে, গ্রেপ্তার হওয়া অংকন তালুকদারের বিরুদ্ধে ডিজিএফআই-এর নাম ও পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষদের ভয়ভীতি প্রদর্শন ও অর্থ দাবির অভিযোগে রয়েছে।বছর খানেক আগে তাকে চাঁদাবাজির অভিযোগে ডেইলী অবজারভার পত্রিকার কোটালীপাড়া প্রতিনিধি থেকে অব্যাহতি দেয় কর্তৃপক্ষ। গোয়েন্দা সংস্থার সহায়তায় প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি নিজেকে কখনো ডিজিএফআই-এর সদস্য, আবার কখনো তাদের ঘনিষ্ঠ পরিচয়ে পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তির নিকট চাঁদা দাবি করতেন।
গত ১৭ এপ্রিল তিনি এক ভাঙ্গারি ব্যবসায়ীর নিকট ডিজিএফআই ও এনএসআই-এর তথ্য থাকার দাবি করে চাঁদা দাবি করেন। একইভাবে রাধাগঞ্জ ইউনিয়নের ইউ.পি চেয়ারম্যান ভীম চন্দ্র বাগচির নিকট তার বিরুদ্ধে “ডিজিএফআই-এর কাছে তথ্য আছে” বলে ভয় দেখিয়ে টাকা আদায় করেন।
ঘটনার প্রাথমিক সত্যতা যাচাই শেষে যৌথবাহিনী আজ শনিবার (১৪জুন) দুপুরে অভিযুক্ত ওই কথিত সাংবাদিককে গ্রেপ্তার করে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কোটালীপাড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
কোটালীপাড়া থানার এস,আই মামুনুর রশিদ তাকে গ্রেপ্তারের বিষয়টি স্বীকার করে বলেছেন, যৌথবাহিনী গ্রেপ্তার করে থানায় দিয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।মামলঅ শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।
Design & Developed By: JM IT SOLUTION