কোটালীপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়ায় পানিতে ডুবে (সোহান শেখ) দেড় বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে।আজ শনিবার (১৪জুন) সকালে উপজেলার কুশলা ইউনিয়নের কান্দি আমবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।নিহত শিশু আমবাড়ি গ্রামের হামিম শেখের ছেলে। পরিবার সূত্রে জানাগেছে, সকাল ১১টার দিকে পরিবারের লোকজন সোহানকে না পেয়ে বাড়ির পাশের ডোবা পুকুরে খোঁজ করে। সেখান থেকে তাকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্য চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণ করেন।
কোটালীপাড়া থানার এসআই মামুনুর রশীদ সত্যতা স্বীকার করে বলেন, কুশলা ইউনিয়নের কান্দি আমবাড়ি গ্রামে ১৪ মাসের একটি শিশু পানিতে পড়ে নিহত হয়েছে বলে শুনেছি। ধারণা করা হচ্ছে, শিশুটি খেলতে গিয়ে পানিতে পড়ে মারা গিয়েছে।তিনি আরো বলেন,এ বিষয়ে এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply