কোটালীপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়ার বিভিন্ন গ্রামে গত ৪৮ ঘন্টায় ৬ টি মন্দিরে চুরির ঘটনা ঘটেছে।এর মধ্যে গতকাল বৃহস্পতিবার (১২জুন) দিবাগত রাতে উপজেলার উনশিয়া গ্রামের কর্মকার বাড়ীর আলোক কর্মকারের মনসা মন্দির,পংকজ কর্মকারের মনসা-কালী-শীতলা মন্দির,কর্মকার বাড়ী সর্বজনীন দূর্গা মন্দির,জয়দেব কর্মকারের দূর্গা মন্দির। এসব মন্দিরের পূজায় ব্যবহৃত কাঁসা পিতলের সরঞ্জাম চুরির ঘটনা ঘটেছে।
কর্মকার বাড়ীর সত্তরোধর্ব বৃদ্ধা গৌরী রাণী কর্মকার বলেন, আমি ঘুম থেকে উঠে ভোরে মন্দিরে সেবা দিতে গিয়ে দেখি মন্দিরের সব কিছু এলোমেলো। লক্ষ করে দেখি মন্দিরে পূজায় ব্যবহৃত কাঁসা –পিতলের থালা গ্লাস, ঘটিসহ পূজার কাজে ব্যবহৃত সরঞ্জম নেই।এরপর সাবাইকে ডাক দিলে বাড়ীর সবাই উঠে দেখে একে একে ৪ টি মন্দিরে চুরির ঘটনা ঘটেছে।
এ দিকে গত বুধবার (১১জুন) দিবাগত রাতে উপজেলার ডহরপাড়া গ্রামের নরত্তম বালার বাড়ীর রাধাগোবিন্দ মন্দির ও পরেশ সমদ্দারের বাড়ীর রাধাগোবিন্দ মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা ওই দুটি মন্দিরের পূজায় ব্যবহৃত সকল কাঁসা-পিতলের সরঞ্জাম চুরি করে নিয়েগেছে।এই চুরির ঘটনা বালা বাড়ীর সজল বালা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এই চুরির পরে আমরা আমাদের বাড়ীর মালামাল ও আমাদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত।আমরা আমাদের নিরাপত্তার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।
এ ব্যাপারে কোটালীপাড়া থানার এস আই মামুনুর রশীদ সাংবাদিকদের বলেন,মন্দির চুরির ঘটনাগুলো আমাদেরকে কেউ লিখিত বা মৌখিক ভাবে জানায়নি।জানালে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply