কোটালীপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়ার মাঝবাড়ি ও বংকুরা গ্রামবাসীদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্ততঃ ২০ জন আহত হয়েছে।সুদের টাকা দেনা-পাওনাকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানাগেছে। পরিস্থিতি শান্ত করতে বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, কোটালীপাড়া উপজেলার বংকুরা গ্রামের রিয়াজুলের কাছ থেকে মাঝবাড়ি গ্রামের ফারুক দাড়িয়া ভাঙ্গারী ব্যবসার জন্য সুদে টাকা নেয়। সুদের টাকা সময়মত না দেয়ায় দু’জনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে দেখে নেয়ার হুমকি ধামকি দেয়া হয়। তারই জেরে আজ ভোর সাড়ে ৯টার দিকে স্থানীয় মসজিদের মাইকে ঘোষনা দিয়ে দুই গ্রামের মানুষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
আজ শুক্রবার (১৩জুন) সকালে দুই গ্রামবাসী দেশীয় অস্ত্র শস্ত্র, ইটপাটকেল নিয়ে একে অপরকে ধাওয়া পাল্টা ধাওয়া দেয় এবং সংঘর্ষে জড়িয়ে পড়ে।এ ঘটনায় পুলিশ কয়েকজনকে আটক করেছে বলে জানাগেছে।
খবর পেয়ে কোটালীপাড়া থানা পুলিশ প্রথমে সংঘর্ষ থামাতে চেষ্টা করে ব্যর্থ হয়। পরে যৌথবাহিনীর সদস্যরা ঘটনা্স্থলে গিয়ে প্রায় দুই ঘন্টা চেষ্টার পর পরিস্থিতি শান্ত করে। আহতদেররেক কোটালীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনেকে চিকিৎসা দেয়া হচ্ছে।
কোটালীপাড়া থানার এস.আই মামুনুর রশীদ বলেন,এলাকার পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। কোন পক্ষ থেকে এখন পর্যন্ত অভিযোগ পাইনি।অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply