কালের খবরঃ
গোপালগঞ্জে জমি ভাগ বাটোয়ারাকে কেন্দ্র তিন সহোদর একে অপরকে কুপিয়ে গুরুত্বর আহত করেছে।এসময় ঠেকাতে গিয়ে নারী সহ আরো ৪জনকে কুপিয়ে আহত করা হয়।
আজ সোমবার (৯জুন) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার সোনাকুড়ের নীলামাঠ এলাকায় এ ঘটনা ঘটে।গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ(ওসি)মির মোঃ সাজেদুর রহমান জানান, কুরবানীর ঈদ উপলেক্ষ্যে পরিবার নিয়ে তিন ভাই আশরাফ হোসেন চৌধুরী টিটু, রিটো চৌধুরী ও মিতুল চৌধুরী ঢাকা থেকে গ্রামের বাড়ীতে আসে।
আজ সোমবার দুপুরে জমি ভাগাভাগি নিয়ে তিন ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়।এর জের ধরে তিন ভাই দেশীয় অস্ত্র নিয়ে একে অপরকে কুপিয়ে আহত করে। এসময় ঠেকাতে গেলে আশরাফ হোসেন চৌধুরীর স্ত্রী তহমিনা খানম ও ছেলে জুন্নুন চৌধুরী এবং মিতুল চৌধুরীর স্ত্রী রিজিয়া চৌধুরী ও ছেলে জোবায়ের চৌধুরীকে কুপিয়ে আহত করা হয়।
পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ আড়াইশ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিত স্বাভাবিক করে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply